আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগীরা আজকে হিন্দি কনসার্টের বিরোধীদের যেভাবে রাজাকার বানাবে

কোনো বাধাই আমাদের রুখতে পারবেনা

আজকে টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে ভারতীয় শিল্পীদের তান্ডবের বিরোধিতা করেছে দেশের শিল্পী ও গন্যমান্য ব্যক্তিরা। তবে এটি সত্য এই তান্ডবে ভারতীয় শিল্পীদের কোনো হাত নেই। এর জন্য দ্বায়ী মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ব দল আওয়ামীলীগের সরকার। যাই হোক উল্লেখযোগ্য যারা বিরোধিতা করেছে তারা হলেন শিল্পী তাহসান , সুমন , অনলাইন সেলেব্রেটি আরিফ আর হোসাইন , ফারুকী কয়েকদিন আগে ভারতীয় সিনেমার বিরুদ্বে কথা বলেছে। আইউব বাচ্চু ও দর্শকরা তালি না দেওয়াতে ক্ষেপেছেন।



আসুন এবার শাহবাগী থিওরিতে এদের বাংলাদেশ বিরোধী বানাই।

১) তাহসান : শুনেছি তাহসান বিএনপি করে। তাই খালেদা জিয়াকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিলো। তাই তাহসান বাংলাদেশ বিরোধী।

২) ফারুকী : ফারুকীর দাড়ি আছে।

দেখতে জামাতীদের মত। কারণ জামায়াতীরা ও হিন্দি ছবির বিরুদ্বে কথা বলে , তাই ফারুকী জামায়াতি।

৩) আরিফ আর হোসাইন : আরিফ আর হোসাইনের ফ্রেন্ড লিস্টে অনেক শিবির ঘাপটি মেরে আছে। তার আছে অসংখ্য শিবিরি ফলোয়ার। সে ছাগুদের লাই দেয়।

তাই সেই চাগু।

৪) আইউব বাচ্চু : আইউব বাচ্চুর বাড়ি চট্রগ্রামে। তার দূর সমপর্কের এক আত্মীয় জামায়াত করে। সে ও মাঝে মাঝে গানে আল্লাহ খোদার নাম নেয়। তাই অবশ্যই সেই জামায়াতি।



৫) সোলস ব্যান্ড : সোলসের হামিন চেতনা সরকারের বিরুদ্বে লেখালেখি করে। সেই অবশ্যই বিএনপির এজেন্ট। সুতরাং দেশ বিরোধী।

৬) সুমন : সুমন ও অনেক আগে থেকেই হিন্দির বিরুদ্বে কথা বলতেছে। সে হলো চুপা জামায়াতি।

তাই সেই বিরোধিতা করবেই।
উপরের যুক্তিগুলোকে বলে শাহবাগী হালালীকরণ যুক্তি।

এই হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। কাউকে জামায়াত শিবির বিএনপি বানাতে পারলেই সব কিছু হালাল । শিবিরের কাউকে ক্রসফায়ারে দিলে তো অন্যায় না।

কারণ সে শিবির করে। বিএনপির কাউকে গুম করলে কেউ কথা বলে না। কারণ সে জাতীয়তাবাদী ইসলামপন্থী। সে কারণেই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গণহত্যা চালানোর উস্কানি দেয়।
শুনে রাখুন এখন তো শুধু মাঠে হিন্দি গান হয়।


তবে আগামী কয়েক বছরে দেখবেন ইন্ডিয়া থেকে খেলোয়ার নিয়ে এসে বাংলাদেশের সিটিজেনশিপ দিয়ে বাংলাদেশ দলে খেলাবে। সেইদিন সাকিবদের , আজকের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর মত মেজাজ খারাপ করা ছাড়া কিছুই করার থাকবে না।
সুতারাং জয় বাংলা , জয় ইন্ডিয়া , জয় কেন্দ্রীয় সরকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.