আমাদের কথা খুঁজে নিন

   

অকবিতাঃ কতিপয় জল!

জীবনের জন্যই এই সব কথামালা ১. বৃষ্টিমন্ত্র পড়ি জানলা খুলে, জানলা দিয়ে বৃষ্টিগন্ধ ঢুকে। মেঘের পানে চেয়ে থাকি, ঠান্ডা হাওয়া এলো বুকে। প্রিয়তমা তোমার নাম শীত খুব করে গাইছি তোমার গীত। কি বলো গরমের কথা! গরম কে কভু ভয় পাই না, শুধু শীতকে হারাতে চাই না। ২. জল দরজায় শ্মশান অন্ধকার জলের বুকে দাউ দাউ আগুন, জলের উপর দাপিয়ে বেড়ায় জল পাখিদের অবাক ফাগুন।

জল কে দেখে পাতাবাহার মন জল কে ছুয় বাউল মন সমুদ্দুর জলের বুকে উপোসী মুখ রেখে জল কে বানায় সন্ন্যাসিনীপুর। জলের উপর বৃষ্টি পড়ে হয় জল জলভূমিতে মাতম পড়ে হয় দূর্বল জল কে খুব চিনে গোপিনীর দল জলের বুকে কবিতা ফুটে অনর্গল। ৩. দেখেছিলাম আশ্চর্য্য রঙের আদরের এক ছোট্ট নৌকো। তারপর বহুকাল আমি জলের ধার ছাড়তে পারি না। জলের পাড় ঘেষে চলে বহু প্রাণের মানব রেলগাড়ি, ক্ষয়ে যায় সময়, আমি চোখ রাখি না কোন কিছুতে।

ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনায় সরিয়ে দিতে হাওয়া আমি তো দেখি চোখ হারিয়ে যাওয়ার দীর্ঘ বিজ্ঞাপন। জন্মের এই রূপ... বিস্ময় দর্শন, এক জীবন দৌড়ঝাপ, আশ্চর্য পরশ কিংবা তলিয়ে যাওয়া গভীর জল। আদর! আশ্চর্য্য রকমের মোহ নিয়ে কেমন তর খেলে যায় জল, ডুবতে থাকা প্রাণের থেকে বেরোয় শতভাগ নিখাদ প্রেম, খেলে যাও জল, খেলে যাও। । (এইসব কবিতার আসলে অর্থ নাই।

গরমে সিদ্ধ হচ্ছি, এইটাই মূল কথা। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।