আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় পথিক

আহসান জামান সূচালো শীত এসে ঘাঁই মারে জোরে রোদ্দুরেও জাগে না আগুন; কুয়াশাচাদর মুঁড়ে কতিপয় পথিকের শ্রান্তচিহ্নের ফাঁকে ফ্যাকাশে পথের কাঙ্কন; কেবলই ব্যথিত করে। দূরপথ দুর্গম জেনো, দুঃস্বপ্নের তেপান্তর; সবপথে নেমেছে আজ ক্ষয়ের মিছিল একদল বুনোপাখি নিরুদ্দেশে ইচ্ছে ডানায় বেঁধেছে প্রবল আকুতি। ফেরার পথে রেখে গেছে কেউ না-ফেরার নক্সীকাঁটা, ধাঁরালো ক্ষত করে জমা কোথাও শেফালি নেই, কুয়াশার জলজকান্নারা কেবল হাহাকার বুনে রাখে ফসলের মাঠে। কতিপয় ব্যথিত চোখের কাছে কষ্টরা গড়েছে ভীষণ অবাধ আনাগোনা; পৃথিবীর মিছেমিছে মায়ায় ভাসে বিষণ্ণদুপুর।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।