A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . সত্যাজিত রায় বলেছেন- "Film is the highest form of commercial art. একজন producer লক্ষ লক্ষ টাকা খরচ করবেন আর আমি এমন দুর্বোধ্য ছবি বানাব যে দর্শক এর মাথার উপর দিয়ে গিয়ে দেয়াল এ দাগ হবে, এটা খুব খারাপ। তারচেয়ে বরং আমি এমন ছবি বানাবো যেটা দেখতে আমার নিজেরও ভাল লাগবে। (ভুতের ভবিষ্যৎ মুভি থেকে সংগ্রহকৃত
সব ছবি যে নান্দনিক বিচারে সমালোচকদের দৃষ্টি কাড়বে তা কিন্তু নয়। চলচ্চিত্রের জন্ম হয়েছিল দর্শকদের আনন্দ দেবার জন্য। সারা দিন গাধার খাটুনি খেটে আসা শ্রমিকের দল নির্বাক ছবির চার্লিকে দেখে ফেটে পড়ত হাসিতে।
আর ছবিতে যে পরিমান টাকা লগ্নি করা হয় সেটাতো উঠে আসা চাই, এটা ১০০ ভাগ নির্ভেজাল ব্যাবসা।
তবে কিনা গান গাইতে গাইতে গায়েন হবার মত পটূ দর্শকেরা ভিন্ন কিছু চায়। ছবির কথা গ্রামার মুখস্ত হয়ে গেলে ভ্রান্তি গুলো সহসা চোখে এসে লাগে। এই যেমন ধরো সুরিয়ালিস্টীক ছবি গুলি, সবার জন্য নয় কিন্তু। প্রচলিত আর সমালোচক প্রিয় দুটোই সমান দরকারী।
কিন্তু আপনি যদি এমন ছবি বানাতে পারেন যে সাধারন মানুষ ও খুসি আবার সমালোচক রাও খুসি তাহলে? সত্যাজিত রায় এর বেশির ভাগ ছবি গুলো কিন্তু এমন ই ছিল। এখনও গোপী বাঘা বাইন দেখে যেমন সাধারন মানুষ হাসিতে ফেটে পরে তেমনি সমালোচকরাও অনেক ভাবনার খোরাক পায়। এমন আর একজন director হলেন Martin Scorsese. সমালোচক এবং দর্শক দুই পক্ষকেই তিনি খুসি করেন। কিন্ত আপনি কোন পক্ষ কে প্রাধান্য দেবেন সেটাই আসল কথা। ওই শ্রমিক শ্রেণী যারা কিনা ৫ টাকা দিয়ে টিকেট কিনে সীমাহীন আনন্দ নিয়ে ছবি দেখে তাদের নাকি জিনি নিজের ঘরে LCD monitor এর সামনে বসে পা দুলাতে দুলাতে ছবি দেখে আর মুখ বাকা করে just কোন রকম একটা expression দ্যায় যাতে কোন রকমে বোঝা যায় ছবিটির কোন একটা দিক তাঁর ভাল লেগেছে তাকে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।