আমাদের কথা খুঁজে নিন

   

পুরো বিষয়টা এখনও বাকি

একসময় দেখলাম, সবই কল্পনা, বাস্তবতায় শূন্য পৃথিবী। এসো তুমি হাতটা ধরো, স্বপ্নের গল্পে চলো ভেসে যাই। আকাশের নীল, আর পাখিদের গান, এসো তুমি আমার সাথে, মেলি এই প্রাণ। নদীর ধার ঘেষে, চলো যাই তেপান্তরে, ছড়িয়ে দিই আলোক সজ্জা যতসব অন্ধকারে। এই সব ক্লান্তিগুলো ঘুমিয়ে থাক অসারতায়, আমি হবো মুক্তমন, কাশফুলেদের বর্ণচ্ছটায়। শহুরে গলির আনাচ কানাচ, সবাই যখন ঘুমের ঘোরে! আমার হাতের ফুলটা ছিড়ি, অনেকটাই আপনমনে, দৃষ্টি যেথায় যেতে চায় যাক, পাহাড়ের রঙ্গে বা আলতা পড়া পায়ে, আমার তুমি হাসতে থাকো, হৃদয় ভাঙ্গার দায়ে! হঠাৎ করে ঘুমটা ভাঙ্গে, চেনা গলির ফাঁকে! বালতি ভরে পানি আনতে করিমের মায়ে ডাকে! উঠে ভাবি একি সব উদ্ভট বাস্তবতা! পাহাড় পর্বত দূরে কোথাও, সমুদ্রও নেই পাশে, জানালা দিয়ে অদৃষ্ট আমার মিটমিটিয়ে হাসে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.