আমাদের কথা খুঁজে নিন

   

“প্রধানমন্ত্রীর ব্রিটেন সফরে “জামাতপন্থীরা” দেশ ও জাতিকে আবারো অপমান করল”। প্রবাসীদের এরুপ আচরন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি ।

খুব কঠিন ভাষায় এরুপ আচরণের নিন্দা জানাচ্ছি । জাতিকে হেয় করল, নিচু করল এবং আবার আমাদের জাতিয়তাবাদের চেতনাকে আঘাত করল ওইসব জামাত অবলম্বী , যুদ্ধ অপরাধীদের দালাল এবং জঙ্গি মদদ দাতা কিছু প্রবাসী যাদের পরিচয় এবং অস্তিত্ব আছে কিনা তাও সন্দেহ । প্রবাসীরা দেশের সম্পদ , দেশের নাম, মান এবং সম্মান অন্য দেশে গিয়ে বৃদ্ধি করবেন সেটাই স্বাভাবিক । সত্যি কথা বলতে কি তারা বছরের পর বছর সুনাম অর্জন করেও আসছেন বিভিন্ন দেশে । যখন সেসব দেশে আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানরা যান তখন ব্যাপক সম্মান পেয়ে থাকেন আমাদের প্রবাসীদের কাছ থেকে ।

তাই এখন আমি যা বলবো তা অবশ্যই আমাদের ওইসব প্রবাসীদের জন্য নয় যাদের কাছে আমরা ঋণী । আমি এখন ইংল্যান্ডের প্রবাসীদের এমন একটি ছোট অংশের কথা বলতে যাচ্ছি যারা সংখ্যায় কয়েকশ হবে এবং যারা আমাদের একটি রাজনৈতিক দল এবং ওই রাজনৈতিক দলের কিছু জঙ্গি অঙ্গসংস্থানের সাথে মিলে কাজ করে মুলত দেশের বিরুদ্ধে । এদের প্রকোপ বেশী দেখা যায় ইংল্যান্ডের ম্যানচেস্টার এ । এরাই তারা যারা প্রতি বছর ইসলামি ব্যাংককে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক পুরস্কার এনে দেয় । উপরের ছবিটি দেখুন এমনিতেই বুঝবেন এটি কাদের কাজ ( একটু লক্ষ্য করবেন একজনের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু প্লে কার্ড ধরে আছে যে REALEASE ALL LEADERS IMMEDIATLY ) ।

এছাড়া বিএনপির অঙ্গসংস্থানের নামও দেখা যাচ্ছে । যাই হোক এবার কথা হল এরুপ আচরণ শুধু জামাতের চক্রান্তে হওয়ার জন্য বলছি তা না । যে কোন দেশেই, যেকোনো সময়েই, যেকোনো প্রধানমন্ত্রীর সাথেই এরুপ ব্যাবহার এর একমাত্র ভুক্তভুগি হয় দেশ । এটা কিন্তু হাসিনা বা খালেদা জিয়ার ব্যাপার না এটা আমার দেশের প্রসঙ্গ । প্রবাসীরা এরুপ আচরণের মাধ্যমে আমাদেরকে শুধুই হেনস্তা করলেন না বরং আমাদের দেশ সম্পর্কে একটি নেগেটিভ ধারনার জন্ম দেয়ালেন অন্যান্য দেশের কাছে ।

পরিশেষে বলবো “শয়তান কিন্তু জান্নাতে গেলেও শয়তানি করে” আর “জামাতিরা যেই দেশেই যাক নাম খারাপ করে” । সুতরাং প্রবাসীদের প্রতি আমাদের ভালবাসা থাকবে আপনার আমার নিজেদেরই আত্মীয় স্বজন থাকেন সেখানে । তারা যে কি পরিমান দেশপ্রেমিক তা আর বলার জো নেই । তাই ওই সব ছাগু নিধনে আপনারাও এগিয়ে আসুন যাতে দেশের মান ইজ্জত নিয়ে কেও খেলতে না পারে ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.