ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেট পতনে গোটা দেশ যখন জয়ের আনন্দ ভাসছে ঠিক তখন গণভবনে টেলিভিশনের সামনে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আওয়ামী লীগ সভানেত্রীর এই তাৎক্ষণিক উচ্ছসিত প্রতিক্রিয়ার কথা জানান। তিনি জানান, ওয়েস্ট উন্ডিজের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় সীমিত ওভারের একদিনের খেলা শেষ ওভারে শেখ হাসিনা কথা বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহমান পাপনের সঙ্গে। পাপন তখন খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে আর শেখ হাসিনা গণভবনে টেলিভিশনের সামনে বসে আছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল বলেন, “কেরাণীগঞ্জে একটি বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধন শেষে গণভবনে ফিরেই খেলা দেখতে টেলিভিশনের সামনে বসেন প্রধানমন্ত্রী। ৩০ ওভারের শেষ বলে আন্দ্রে রাসেল রান আউট হওয়ার পর শেখ হাসিনা ফোন করেন পাপনকে। ওয়েস্ট উন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের টানা দ্বিতীয় জয় তখন সময়ের ব্যাপার মাত্র।” জয়ের আগেই টেলিফোনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে প্রধানমন্ত্রী তার উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।