স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
পাঁচ দিনের সরকারি সফরে গতকাল জাপান পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশের মাটিতে দেশের প্রধানমন্ত্রী-একটা অন্যরকম অনুভুতি! অনুভুতিটা ঠিক প্রকাশ করতে পারছি না; তবে আমার উইনিভার্সিটিতে বাবা যেদিন প্রথম আমাকে দেখতে এসেছিলেন, এমন একটা অনুভুতি হয়েছিল। মনে হয় আমার অভিভাবক আমার খোঁজ-খবর নিতে এসেছেন!
কিন্তু সেই অনুভুতি বেশীক্ষন টিকেনি, আমার অভিভাবকে জাপানের দেওয়া সম্মান, আমার সতীর্থদের ব্যবহার, সর্বোপরী তার নিজের কথাবার্তা কোন কিছুই আমার সেই অনুভুতির সাথে যায় না। জাপানের কোন নিউজপেপারে বাংলাদেশের প্রধান মন্ত্রীর আসার খবরটা দেখলাম না, এমনকি এখানকার বাংলা রেড়িও'র ২৮ তারিখের খবরেও ব্যপারটা উল্লেখ করল না। প্রথমআলো'তে দেখলাম উনাকে অভ্যর্থনা জানাতে দুই দেশের রাষ্ট্রদুতগন বিমানবন্দরে গিয়েছিলেন।
প্রধানমন্ত্রীকে আনতে রাষ্ট্রদুত! একজন মন্ত্রী, উপমন্ত্রীও না!? ওদের আর কি দোষ দিব, আমরা আমাদের প্রধানমন্ত্রীকে যা সম্মান জানালাম! বি এন পি'র কিছু চামচা-চামুন্ডা অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে দুতাবাসের সামনে চিল্লাফাল্লা করল। জাপানে রাজনীতি করার সুযোগ নেই তাতে কি হয়েছে, স্বভাব তো চেঞ্জ হয়ে যায়নি। বিক্ষোভ দেখিয়ে খালেদা জিয়ার বাড়ি উদ্ধার করে দিল আর কি! আর আমার সম্মানিত অভিভাবকের কথা না বলি, এখানে এসে মজার মজার সুসি-সাসিমি খেয়েছেন, কাঁচা মাছ-মাংশ খেয়েছেন; বিরোধী দলের বদনাম না করলে যদি ওগুলো আবার বদহজম হয়ে যায়! তাই কিছুটা আর কি...!!
যা হোক, আজ উনি জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সাথে দেখা করবেন; সম্রাট আকিহিতোর সাথেও তার বৈঠক আছে। আশাকরি সেখানে উনি তার বলিষ্ঠ ভুমিকা রাখবেন। এখানকার বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠির সাথে তার এবং তার সফর সঙ্গীদের বৈঠক আছে।
জাপান সরকারের চেয়ে এদের সাথে আলোচনাটা ফলোপ্রসু হওয়া বেশী জরুরী। কারন জাপানের ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য তাদের দৃষ্টি চীন, কোরিয়া, ভারত থেকে স্বল্প শ্রমিক মজুরীর দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ এর দিকে দিতে চাচ্ছে। অন্যান্য দেশ গুলো এক্ষেত্রে অনেক এগিয়ে গেছে, আমাদের অনেক কিছু করার আছে। জাপান বাংলাদেশ কে এখন শুধু সাহায্য গ্রহনকারী ঝড়-বন্যার দেশ হিসাবে দেখতে চায় না; বিনিয়োগ বান্ধর দেশ হিসাবে দেখতে চায়।
তাই কামনা করি, প্রধানমন্ত্রী শুধু জাপানের মমীজী’র সৌন্দর্য দেখে ফুরফুরে মন নিয়ে ফিরে যাবেন না, সাথে কিছু সম্ভাবনার আলোও যেন নিয়ে যেতে পারেন!
প্রধানমন্ত্রীর জাপান সফর সফল হোক!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।