...যে করে কালার চরনের আশা/ জানোনা'রে মন তাঁর কি দুর্দশা... নতুন একটা কবিতার কাগজ করার চেষ্টা করলাম, আজই (মানে গতকাল) একপ্রকার 'অশুভ' মুক্তি ঘটলো, ঝুট-ঝামেলা পাশ কাটাইতে কাটাইতে কাগজ উল্টানোর কাজটা করতে গিয়া দুয়েকটা ছাপা-ভ্রান্তি নজর এড়াইলো না, অতঃপর দেখা যাক! পরশু অথবা তরশু থেকে নিচের ঠিকানা সহ আরো কয়েকটি জায়গায় পাওয়া যাবেঃ ত্রিবেণী; ২২ , সমবায় বিপণি বিতান,কান্দিরপাড়, কুমিল্লা। লিপিকা; ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপাড়, কুমিল্লা। নিউ স্টুডেন্ট কর্নার; ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ গেইট, ধর্মপুর, কুমিল্লা। লিটল ম্যাগ প্রাঙ্গন; আজিজ সুপার মার্কেট শাহবাগ, ঢাকা। বাতিঘর; চেরাগি পাহাড় মোড়, চট্টগ্রাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।