মানুষ এগিয়ে যায় অন্য সময়ে আকাশ বদলে যায় অন্য আকাশে পণ করেছি ঝাপসা চোখে দেখবনা তোমায় , লবনাক্ত ঝরনায় ভেজাবো না কাউকেই তোমার দেয়া বৃষ্টি চাদর জড়িয়ে কোন শালবনে হাঁটবো হৃদস্পন্দন আর রিনিঝিনি মিলে বাজিয়ে যাবে কোন খেয়ালী সুর , হয়তো তাতে থাকবে না কোন কথার মাদকতা না থাকুক নিরাবতার বন্ধুত্বই বা মন্দ কি ... ? বৃষ্টি ভেজা শালবনটাই যে আমার , শুধুই আমার , একান্ত আপন...।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।