আমাদের কথা খুঁজে নিন

   

বরগুনায় সওজ প্রকৌশলীকে বরখাস্ত করলনে obaydul kader

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু বরগুনা, জুলাই ২৬ - বরগুনায় সড়কের বেহাল দশা দেখে সড়ক ও জনপথ বিভাগের এক প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত ও অপর জনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী হয়ে বরগুনা পরিদর্শনে গিয়ে সড়ক সংস্কারে প্রকৌশলীদের অবহেলা নিজ চোখে দেখে ক্ষুব্ধ মন্ত্রী এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।” দুপুরে জেলার ঝুঁকিপূর্ণ বরগুনা-আমতলী, বরগুনা-চান্দখালী-বেতাগী-বাকেরগঞ্জ ও বরগুনা-কাকচিড়া সড়ক তিনটি পরিদর্শন করেন তিনি। এ সড়কগুলো উন্নয়ন খাতে অন্তর্ভুক্ত করে দ্রুত সংস্কারের দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে বরগুনাবাসী। পরিদর্শনে গিয়ে যোগাযোগ মন্ত্রী আগামী ৭ দিনের মধ্যে বরগুনার প্রধান চারটি সড়ক সংস্কারের নির্দেশ দেন। এ সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন। এদিকে, ওবায়দুল কাদেরের বরগুনা আসার খবর পেয়ে বুধবার তড়িঘড়ি করে জেলার অতি গুরুত্বপূর্ণ এ সড়ক তিনটি সংস্কারের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। বৃষ্টি উপেক্ষা করে রাতে হারিকেন জ্বালিয়েও রাস্তা সংস্কারের কাজ করতে দেখা যায়। ফেসবুক থেকে সংগ্রহ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.