উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন করে জানানো হবে। কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে এসব কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।”
উপজেলা নির্বাচনের প্রথম দফায় অনেকটা শান্তিপূর্ণ ভোটের পর ধাপে ধাপে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে একই ধরনের শঙ্কা নিয়ে সোমবার সকাল ৮টা থেকে ভোট নেয়া হচ্ছে ৩৪ জেলার ৭৩টি উপজেলায়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পঞ্চম পর্বে ৩৫ জেলার ৭৪ উপজেলায় ভোট কথা ছিল। কিন্তু আদালতের আদেশের কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।
এসব উপজেলার ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ ভোটারের জন্য রয়েছে ৫ হাজার ৫৩৪টি ভোটকেন্দ্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।