আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল স্কুলছাত্রীর বিয়ে!

নেপোলিয়ান বলেছিলেন ‘‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব‘‘। সেই লক্ষ্য সামনে রেখে যে দেশ বা জাতি তাদের নারীদের বেশী শিক্ষিত করেছে সেই জাতি বা দেশ আজ এগিয়ে। তাদের উন্নতি কেউই ঠেকাতে পারেনি এবং পারবে ও না। কারণ মা শিক্ষিত ত জাতি শিক্ষিত। শুধুই শিক্ষিত বলতে আমি রাজি নই।

মা শিক্ষিত মানে তার সন্তান সু শিক্ষায় শিক্ষিত। আমাদের দেশ ও এগিয়ে যাওয়ার জন্য নারীদের শিক্ষিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তবে আমরা ত শত ভাগ সফল হতে পারিনি। কারণ এখন পত্রিকার পাতা খোললেই চোখে পরে স্কুলের গন্ডি পেরেনোর আগেই বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হচ্ছে কিশোরীদের। আর সে রকমই একটি খবর চোখে পড়ল আজ।

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় শুক্রবার একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে। কনে উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী। নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী, ওই ছাত্রীর জন্ম ১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর। বর্তমানে তার বয়স ১৪ বছর ১০ মাস। পারিবারিকভাবে একই বিদ্যালয়ের অফিস সহকারীর (করণিক) সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে।

আগামীকাল উপজেলার বাঁশাটি গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ছাত্রীর সহপাঠীরা জানায়, ওই ছাত্রী পড়াশোনায় ভালো। এভাবে যদি স্কুলের গন্ডি ফেরোনোর আগেই কিশোরীদের বিয়ের পিড়িতে বসতে বাধ্য করা হয় তাহলে জাতি হিসেবে আমাদের সামনের দিকে না এগিয়ে অনেকটা পিছিয়ে পড়ব। তাই সরকারে উচিত এই ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। যাতে করে যারাই বল্য বিবাহের সাথে জড়িত থাকবে তাদের কঠোর শাস্থি পেতে হয়।

তাহলে মা শিক্ষিত হবে আর তারই সাথে হবে জাতি শিক্ষিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।