মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....
একটি কবিতার শুরু থেকে গল্পটা,
দুটি মন, দুই জোড়া চোখ আর
সূত্রের বাঁধনে জড়ানো অচল সময়ের।
তারপর কেটে গেছে সাত শতাব্দীকাল,
বুড়ো স্মৃতিগুলো বিষন্ন ছায়া ধরে
নীচতলা থেকে সিঁড়ি বেয়ে নেমে যায়
উপরের কোন এক বন্ধ প্রকোষ্ঠে।
বারবার হাতছানি আসে এপার তেকে
একজোড়া চোখ মিনতির দৃষ্টিতে চায়
একপলকের কোন এক প্রেমের দৃশ্য পেতে।
ওপারে কী হলো?
আজ নয়, গোড়ালী খসে গেছে
আজ নয়, পোষা পায়রাটা পাচ্ছিনা
আজ নয়, রোদের শাসনে চোখগুলো জ্বলে।
বানানো গল্পের সহস্র বাহানা।
এপারে আটকে যায় প্রিয় দৃশ্যের জল
গিঁট লেগে ঠেলে আসে এলো ভাবনা,
শোকের মাতমে মাতে মৃতপ্রায় মন।
এও আরেক গল্প, অর্থটা বুঝিনা।
''বাস্তবে ধরা খেলে ভুলে যেতে হয়
মিশে যেতে হয় নতুন খোলসে। ''
যদিও কঠিন এ কাজগুলো প্রেমিক মানেনা
কবিতার ঘর খোলে কবিও খালাস।
তারপরও বলি চল,একটু বদলে যাই
একটু রং আনি সাদা-কালো দিনে
নতুন গল্পের ভিত গড়ে নিয়ে
আরো কতগুলো কবিতা লিখি।
তবুও মানবেনা সে!
ফুল ছিঁড়ে সময়ের পাপড়িটা খাবে
অনন্ত অপেক্ষা ধরে স্মৃতির কোঠায়।
এভাবেই,হয়তো এভাবেই চলবে ঘড়ি
দিনের ভেতরে সব দিনের খোঁজে,
শিরোনাম দিলে যা হবে হয়তো.......হাসানের আগামীকাল!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।