আমি কথন কানা বাবা কাল তুমি আমার অদেখা অচেনা সময় মনে হয় তোমার মাঝেই লুকিয়ে আছে আমার সফলতা || কাল তুমি সত্য, স্বপ্নীল দৃঢ় বাস্তবতা তুমি তোমার মাঝেই ধরে রেখেছো আমার বিস্ময়তা || তোমার কাছে বাস করে আমার চেতনা, চিন্তা | আশা তোমার হাতের মুঠোয় যদি ছেড়ে দাও তবেই সে হবে আমার | তোমার সাথে দেখা হয়নি কভু আমার | তবু স্বপ্ন ভেজা মাটিতে আঁচড় কেটে আশা বুনে অপেক্ষায় থাকি তোমার | তুমি আসবে সত্য , সুন্দর আগামীর হাত ধরে আমার চেতনায় || আসবে কি? কাল ||
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।