আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সামান্য একটু সাহায্য কিছু শিশুর ঈদকে রঙ্গিন করে তুলতে পারে। আশা করি সাহায্য করতে কেউ কার্পণ্য বোধ করবেন না ।

সত্য সব সময় জনপ্রিয় হয় না , জনপ্রিয়ও সবসময় সত্য নয় । ঈদ মানে খুশি , ঈদ মানে আনন্দ । কিন্তু এই ঈদের আনন্দ কেবল আমরাই ভোগ করবো আর অন্যরা ভোগ করবে না তা তো হতে পারে না । তাই এবারের ঈদের আনন্দকে আমরা ধনী - গরিব সকলের মাঝে ছড়িয়ে দিয়ে আয়োজন করেছি "পথশিশুদের ঈদ উৎসব " । আমরা এবারের ঈদে কিছু গরিব শিশুদের নিয়ে ঢাকা নিউ মার্কেট যাবো এবং তাদের ঈদের মার্কেটিং করে দেব ।

সব কিছুই কিনে দেওয়া হবে শিশুদের পছন্দ অনযায়ী । তাই আপনাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন । আশা করি সবাই সাধ্যনুযায়ী দান করবেন এবং আমাদের এই উদ্যোগ করে সফল করে তুলবেন । আগামীকাল অর্থাৎ ২৭/৭/১২ তারিখ বিকেল ৩,৩০ থেকে ৫ টা পর্যন্ত আমরা রবীন্দ্রসরোবরে ডোনেসন আদায় করার জন্য থাকবো । আপনারা যারা ডোনেসন দিতে চান তারা দয়া করে আসবেন ।

এটা আমরা প্রথমবারের মতো করছি তাই এর বিস্তার খুবই ছোট । আমরা ব্যাংক একাউন্টও জোগাড় করতে পারি নাই কারন আমাদের এই বয়সে কারো ব্যাংক একাউন্ট খোলা সম্ভব না । বয়স আমাদের একটু কম বলে আমাদের অনেক সমস্যাতেই পড়তে হয়েছে । এরপরও আমরা এটা সফল ভাবে করার চেষ্টা করছি । সবাই দোয়া করবেন ।

আপনারা এখানে যোগাযোগ করেও দান করতে পারেন । আমরা নিজেরা আপনাদের কাছে এসে ডোনেসন নিয়ে যাবো । Farhan Chowdhury Asif : 01677763526 (Green Road, Cresent Road, Central Road, Vooter Golli, Kalabagan, Panthapath) Arafat Islam : 01685410789 (Mirpur, Kallanpur) Dhiman : 01685853713 (Sobhanbag, Razabazar) Dhrubo : 01682884364 (Shamolly, Mohammadpur) Shakir Rahman : 01827072030 (Lalmatia, Asad Gate) Tokey Islam : 01675772005 (Dhanmondi) Abir : 01672387753 (Mohammadpur, Bosila, Katasur) Adrito Hasan : 01716112507 (Nakhalpara) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.