খুব সহজেই আপনার নিজের কম্পিউটারটি হতে পারে ওয়েব সার্ভার । এ জন্য আপনার কম্পিউটারটি ( সফটওয়্যারটিসহ ) সার্বক্ষণিক চালু থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে । তবে যতক্ষণ চালু থাকবে, ততক্ষণ ওয়েব সার্ভার অন্যরা ব্যবহার করতে পারবে । ওয়েব সার্ভার বানাতে http://labs.opera.com/downloads/ ঠিকানার ওয়েবসাইটে যান । এবার ৭.০৮ মেগাবাইটের অপেরা ইউনাইট সফটওয়্যারটি নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করুন ।
এরপর অপেরা ইউনাইট চালু করে বাঁ পাশের প্যানেল থেকে Unite-এ ক্লিক করুন বা Tools\Opera Unite Server\Manage Service- এ ক্লিক করুন । এবার ওপরের Start-এ ক্লিক করে ওয়েলকাম ডায়ালগ বক্সে Next দিন । এরপর এতে প্রবেশ করুন ( লগ-ইন) । নিজের অ্যাকাউন্ট না থাকলে অ্যাকাউন্ট খুলতে হবে ( সাইন আপ ) ।
এবার মেনু থেকে কম্পিউটারের নাম নির্বাচন করুন বা নিচের ঘরে পছন্দের কোনো নাম দিয়ে Finish করুন ।
এবার Browse- বাটনে ক্লিক করে কোন ফোল্ডারের শেয়ার দিতে চান, তা নির্বাচন করে দুইবার OK করুন । এবার File Sharing-এ ক্লিক করে ডানের Access Control থেকে Public দিন । এতে যে কেউ আপনার ফাইল বা ফোল্ডারগুলো পাবে এবং সেসব নামিয়ে নিতে পারবে । তবে সফটওয়্যারটি বন্ধ করলে বা সার্ভিস বন্ধ করলে ওয়েব সার্ভার বন্ধ হয়ে যাবে ।
আরও বিস্তারিত জানা যাবে http://unite.opera.com/support/userguide/ ঠিকানার সাইট থেকে ।
ভিডিও প্রশিক্ষণ পাবেন ইউটিউব ( http://www.youtube.com/watch?v=omonwFkkrY) থেকে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।