আমাদের কথা খুঁজে নিন

   

পড়াশুনা যখন আনন্দময়।

ঘুম থেকে জেগে দেখি মৃত্যু শিয়রে গুনছে প্রহর...... সেদিন নীলক্ষেত থেকে ক্লাশ ফাইভ এর পরিবেশ পরিচিতি সমাজ বইটার বাংলা আর ইংলিশ ভার্সনের বইটা জোগার করলাম। পুরনো বই। বাংলাটা ২০১০ এর। আর ইংলিশটা ২০০৯ এর। মিশেল নামের কোন এক পড়ুয়া ছেলে ইংলিশ ভার্সনের বইটা নীলক্ষেতে বিক্রি করে দিয়েছিল।

সারা বইতে আকাঁআকির চিহ্ন। ঐটাই ছিল ভাগ্যে আরকি। ইংলিশ ভার্সনের রঙিন বইটা কেনার সময়ই বইটিতে রংয়ের ছড়াছড়ি দেখে ভাল লেগেছিল। বাসায় এসে বাংলা বই আর ইংলিশ বইটা নিয়ে বসে একটা ব্যাপার খেয়াল করলাম। ইংলিশ ভার্সনের বইটিতে সবগুলো ছবি চার রংয়ের।

স্পষ্ট, ঝকঝকে। বাংলা ভার্সনের বইটিতে ছবিগুলো সাদাকালো। অবশ্য পুরো বইটিই সাদাকালো। কিন্তু, ফটোকপি করতে গেলে কাগজে বেশি কালি পড়ে গেলে যেমন হয় - ছবিগুলো দেখে ওমন মনে হচ্ছিল। ফ্লাইওভারে ছবিটি দেখাচ্ছি।

বাংলা ভার্সন বইয়ের ছবিটি মহাখালি ফ্লাইওভারের। আর ইংলিশ ভার্সন বইয়ের ছবিটি খিলগাও ফ্লাইওভারের। ছবি:- ইংলিশ ভার্শনের বইতে খিলগাও ফ্লাইওভার। ছবি:- বাংলা ভার্শনের বইতে মহাখালি ফ্লাইওভার। রঙিন ইংলিশ বইটির রঙিন ফন্টকালার আর বোল্ড ফন্টে লিখা অধ্যায়ের নাম, প্রতিটি পেইজের রঙিন বর্ডার, গুরুত্বপুর্ন অংশসমুহের রঙিন হেডিংস, আরও গুরুত্বপুর্ন অংশসমুহের রঙিন ব্যাকগ্রাউন্ড, রঙিন অনুশীলন পর্ব - এগুলো দেখে মনে হল, একজন শিক্ষার্থীকে পড়াশুনার মতো সাদাকালো বিরক্তিকর একটি কাজের মধ্যে রেখেও রঙিন একটি জগতে ঘুরিয়ে আনা।

রঙিন এই বইটির সত্যি একধরনের সম্মোহন শক্তি আছে শিক্ষার্থীকে আটকে রাখার। কয়েকটি ছবি দিচ্ছি নিচে- ছবি:- ইংলিশ ভার্শনের বইতে সুচিপত্র এবং অধ্যায় ১। ছবি:- বাংলা ভার্শনের বইতে সুচিপত্র এবং অধ্যায় ১। -------------------------------------------- ছবি:- ইংলিশ ভার্শনের বইতে অনুশীলনী পর্ব। ছবি:- বাংলা ভার্শনের বইতে অনুশীলনী পর্ব।

বাংলা বইটির দাম লিখা নেই। বোর্ডের বই। তাই বিক্রি হয় না। ইংলিশটিও বোর্ডের বই। তবে কিনতে পাওয়া যায়।

বইটিতে দাম লিখা আছে ১২৮ টাকা। শুধুমাত্র দাম দিয়ে কিনতে হয় বলেই কি একই প্রতিষ্ঠানের শিক্ষাদানের মধ্যে এই পার্থক্য? আমার তা মনে হয় না। একটি শিশুর আনন্দময় পড়ালেখার জন্য শুধুমাত্র প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকদের বুদ্ধিদীপ্ত উদ্দ্যোগ আর একটু সদিচ্ছাই কি যথেষ্ট নয়? হ্যা, আমি জানি যে সরকার বিনামুল্যে বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরন করে থাকেন। এজন্য খরচ সংকুলানের একটি ব্যাপার আছে। কিন্তু যে বাবা-মায়ের সন্তানকে বই কিনে দেয়ার সামর্থ্য আছে তাকেও কি বিনামুল্যে বইটি দেয়ার প্রয়োজন আছে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।