আমাদের কথা খুঁজে নিন

   

পড়াশুনা করা মানে ফেল করা

কামরুল কেমিস্ট সাধারন ভাবে অংক মজা লাগে না । কিন্তু অংক যদি মজার হয় , তখন মজা লাগে । পড়াশুনা নিয়া একটা অংক করলে কেমন হয় ?? যদি ও পড়াশুনা এবং অংক দুটি ই বাজে জিনিস ( আমার কাছে মনে হয় )। চলুন সুরু করা যাক, আমরা ত এটা জানি, পড়াশুনা = ফেল না ......১ এবং না পড়াশুনা = ফেল ......২ তো এবার এক নং এবং দুই নং সমীকরণ যোগ করে পাই , পড়াশুনা + না পড়াশুনা = ফেল না + ফেল বা, পড়াশুনা + না পড়াশুনা = ফেল + ফেল না বা, পড়াশুনা ( ১ + না ) = ফেল ( ১ + না ) [[ কমন নিয়ে ]] বা, পড়াশুনা = ফেল [[কাটাকাটি করে ]] তারমানে কি দেখতে পেলেন , পড়াশুনা করলে ফেল করবেন । সমীকরণ দ্বারা প্রতিষ্ঠিত সত্য ।

তো আজ ই পড়াশুনা ছেড়ে দিন । সারাদিন শুধু নেট নিয়ে পড়ে থাকুন । নেট থেকেই জ্ঞান আরহন করুন । এটা ও তো এক ধরনের পড়াশুনা হয়ে গেল । না , উপায় নাই , পড়াশুনা করতেই হবে ।

মরার আগ পর্যন্ত ছাড়বে না মনে হচ্ছে। (সংগৃহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।