মাটি
শিক্ষার উদ্দেশ্য কি ?
মানুষ হওয়া নাকি টাকা কামানো ?
যদি রাস্তা ঝাড়ু দেয়ার চাকরির জন্য বেতন হতো ৭৫,০০০ টাকা আর এর জন্য ডিগ্রী লাগতো জাতীয় ঝাড়ু ইনস্টিটিউট থেকে ঝাড়ু দেয়া বিষয়ে স্নাতক ডিগ্রী তাইলে দেখতেন ওই ডিগ্রী নেয়ার জন্য কত লম্বা লাইন পড়ে যেত , ঝরু এক্সপার্ট এর সাথে প্রেম করার জন্য কত মেয়ে থাকত আর কত মেয়ের বাপ এমন ঝারুঅয়ালার সাথে মেয়েকে বিয়ে দিতে চাইতো ।
ঠিক আছে ধরি উত্তর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষ হওয়া, তাহলে ---
প্রথাগত শিক্ষা কি আমাদের মানুষ হতে সাহায্য করে ?
আমাদের সিলেবাসে কি মানুষ হওয়ার মত কিছু আছে ?
আমার উত্তর হচ্ছে না (বাংলা এবং ইংলিশ মিডিয়াম উভয় ক্ষেত্রের জন্যই প্রযোজ্য )
কারণ আমাদের দেশের বেশির ভাগ বড় বড় অপরাধ করছে প্রথাগত শিক্ষিত মানুষেরাই এবং মানুষ গড়ার কারিগর শিক্ষকরাও অনেক বিতর্কিত কাজে জড়িয়ে পড়েছেন এক কথায় তাদের ধ্যান জ্ঞান আর আদর্শভিত্তিক নাই
একটা মেশিন কেমন সেটার মান নির্ভর করে তার আউটপুট এর উপরে
একই কাচামাল ৩ টা মেশিনে দিলে আউটপুট বুঝে মেশিনের মান নির্ণয় করা যায়
এখন দেখেন বিভিন্ন শিক্ষাব্যবস্থার আউটপুট এর অবস্থা :
ইংলিশ মিডিয়ামের আউটপুট - মুভি দেখা , ভিডিও গেমস , হাই স্পিড ড্রাইভিং , ইউরো লীগের ফ্যান (আমাদের সংস্কৃতি বিবর্জিত ), ইয়াবা , ডাইল , সিসা , নিউ ইয়ার উদযাপন বাজে ভাবে ইত্যাদি ।
সবাই অবশ্যই এরকম নয় কিন্তু জেনারেল চিত্র এরকম দেয়া যায় শুধু মাত্র তাদের শিক্ষাব্যবস্থার কারণে ।
ঐশী একটা উদাহরণ , সবাই তার মত না হলেও মানুষের মত মানুষের থেকে বেশির ভাগ ই অনেক দুরে আছে ।
বাংলা মিডিয়াম এর আউটপুট - ইংলিশ মিডিয়ামের পোলাপানের কাছাকাছি সব কিছুই শুধু এরা পিছায়ে থাকে সামর্থ্যের অভাবে , কিন্তু মানসিক ডিরেকশন একই ।
এরা আমাদের সংস্কৃতি থেকে অতটা বিচ্ছিন্ন নয় কিন্তু চেষ্টা করে মডার্ন হওয়ার আর মডার্ন মানে ইউরো লিগ, হলিউড, বলিউড ফলো করা ইত্যাদি
এখানে শেখানো হয় না দুর্বলদের সাথে , দরিদ্রদের সাথে কেমন ব্যবহার করতে হবে , বড়দের সাথে কেমন ব্যবহার করতে হবে, ছোটদের সাথে কেমন ব্যবহার করতে হবে
আমরা কি শিখি? যার পয়সা বেশি , ক্ষমতা বেশি তাকে তেল দাও, সন্মান দাও , আর যার পয়সা নাই , ক্ষমতা নাই সে যদি তোমার মুরুব্বি ও হয় তাকে পাত্তা না দিলে ও সমস্যা নাই ।
বাসার কাজের লোক অসুস্থ , তাকে পাশের ফার্মেসী তে নিয়ে গিয়ে ১০০ টাকার ঔষধ কিনে দেয়ার গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে কি ?
বয়স্ক রিক্সা ওয়ালা দুপুরের রোদের মধ্যে রিক্সা নিয়ে নামায়ে দিয়ে গেল , তাকে একটু ভাড়া বাড়ায়ে দেয়া বা বাসায় ডেকে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি খাওয়ানোর শিক্ষা বা গুরুত্ব আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আছে কি ?
আমার থেকে কম পয়সা ওয়ালা বা কম ক্ষমতা ওয়ালা মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলার গুরুত্ব আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে কি ?
গরিব আত্বীয় স্বজন , বৃদ্ধ দাদা দাদী, পিতা মাতা উনাদের সাথে আচরণের শিক্ষা সামান্যই আছে তাও ধর্ম বইয়ে, যেইটা মার্কস পাওয়ার জন্য পড়ি, জীবনে বাস্তবায়নের মত করে পরানো হয় না ।
তাহলে মানুষ হবো কিভাবে ?
এইটা নিয়ে এখন আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে।
যে ব্যক্তিগত পর্যায়ে চিন্তা করে নিজের বাচ্চা কে ভালোভাবে শিক্ষা দিতে পারবে সে ব্যক্তিগত ভাবে সুফল পাবে আর আমরা দেশের সবাই যদি আমাদের শিক্ষাব্যবস্থাকে শুধু টাকা কমানোর উদ্দেশ্যে চিন্তা না করে মানুষের মত মানুষ বানানোর সিস্টেম বানানোর চেষ্টা করি তবে আজ থেকে ২০ বছর পরে হলেও অন্য এক আলোকিত জাতি পাব যেখানে ডাক্তার অযথা কমিশন খাওয়ার জন্য অহেতুক টেস্ট দিবে না , পুলিশ অহেতুক হয়রানি করবে না , মানুষে মানুষে সম্প্রীতি তৈরী হবে ।
যতদিন এরকম শিক্ষা ব্যবস্থা না আসে ততদিন মনে হয় পারিবারিক শিক্ষা , ধর্মীয় মূল্যবোধ নিজদের মধ্যে প্র্যাকটিস করা, মাঝে মাঝে নিস্বার্থ নিয়তে তাবলিগে যাওয়া, মানুষের ভালোর জন্য কিছু করার চেষ্টা করা, দরিদ্র আর দুর্বল মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা এভাবে পরিবারে ভালো কিছুর চর্চা রাখা উচিত বলে আমার মনে হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।