খারাপের মাঝে ভালো। মনে হইলো সামু ছাড়া আর কোথাও হেল্প পামু নাহ। তাই লিখতে বসলাম।
বাসা থেকা দেশের বাইরে যাবার কথা বলতাছে। পড়াশুনা বা যব জাই হোক না কেন।
আমি অস্ট্রেলিয়া দেখলাম (ভালো কিন্তু টিউশন ফি অনেক-১৭০০০ ডলারের কাছাকাছি)
তবে আমার পড়াশুনা (MBA/Diploma)করার ইচ্ছা অনেক। এক এজেন্টের সাথে কথা কইলাম
তারা বলে এখন-ই তাদের কাছে ফাইল ওপেন করতে(হেরা ত কইবোই, না কইলে হবে কেন!!!ওদেরওতো টাকা লাগবে)।
কেউ কি অস্ট্রেলিয়ার ৪৫৭ সাবক্লাস ভিসা সম্পর্কে জানেন?কোন এজেন্ট ছাড়া কি এই ভিসা কারো সাহায্য নিয়া নিজে নিজে করা সম্ভব?
কিংবা কোন ভিসায়,কোন দেশে যাওয়া বুদ্ধিমানের কাজ হইবো?
আছেনি কেউ যে ভালো এসব ভালো জানে, আর আমাকে সাহায্য করতে পারবো?
এটা ছাড়া ভালো কোন ভিসা আছে ,যেটা একটু মাল পানির(টাকা)কমের মাঝে হইবো। মানে স্টুডেন্ট ভিসা হইলে টিউশন ফি কম লাগবো
,আর মাইগ্রেট হইলে কম সময় ও কম টাকার মধ্যে হবে।
আমার মাস্টার্স শেষ(৫০% মার্ক)IELTS-5.5 পাইছি।
অভিজ্ঞদের সাহায্য প্রার্থনা করছি।
ইমেইল
Cell-01920081008
(দয়া করে কেউ বেবসার জন্য কমেন্ট করবেন না,এটা সাহায্য মুলুক পোস্ট) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।