আমাদের কথা খুঁজে নিন

   

যাদু শেখা পর্বঃ ১

আসুন আমরা আজকে কিছু শিখি। প্রথমটি কেন হয় তা কেউ বলতে পারে নাই। এটি কাউকে বশ করার যাদু না। কিন্তু যাদু যে প্রকারেরই হোক না কেন তা যাদুই। এই যাদু শুধু কম্পিউটারে করা যায়।

তাহলে শুরু করা যাক। প্রথমে একটি MS Word File Open করুন। তারপর লিখুন =rand(200,99) এবার Enter চাপুন। এাখন মজা দেখুন। ভাল লাগলে লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না।

এরপর প্রথমে google .com ওপেন করুন। google gravity লিখে সার্চ করুন। রেজাল্ট যেটা আসবে তার প্রথমটিতে ক্লিক করুন। (Google Gravity - Mr.doob) আসবে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর ইচ্ছেমত মাউস দিয়ে ক্লিক করে ছুড়ে ফেলুন।

ভাল লাগলে লাইক ও কমেন্ট দিতে ভুলবেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।