আমাদের কথা খুঁজে নিন

   

আবুল ইজ ডাউন: মুহিত

তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের পদত্যাগ নিয়ে প্রথমবারের মতো স্পষ্ট কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সৈয়দ আবুল হোসেনের পুরো নাম উচ্চারণ না করে অর্থমন্ত্রী বলেন, ‘আবুল ইজ ডাউন। ’ সচিবালয়ে আজ মঙ্গলবার বিদ্যুতের উত্পাদন ও সরবরাহ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুত্সচিব আবুল কালাম আজাদসহ বৈঠকে অর্থ ও বিদ্যুত্ বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের বিষয়টি অস্বাভাবিক পদক্ষেপ হয়েছে বলে মনে করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘সাধারণত এ রকম ঘটে না। কারণ, তাদের (বিশ্বব্যাংক) কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ ছিলও না। একজনের ডায়েরিতে কিছু নাম ছিল, যা অন্যজনের কাছে প্রমাণিত সত্য হতে পারে না। ’ অর্থমন্ত্রী বলেন, ‘তার পরও আমরা পদক্ষেপ নিয়েছি এবং চেষ্টা করেছি বিশ্বব্যাংকের সব প্রস্তাব মেনে নিতে। ’ এই পরিস্থিতিতে ঋণ দেওয়ার ব্যাপারে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

ঋণের ব্যাপারে বিশ্বব্যাংকের কাছ থেকে সবুজসংকেত পাওয়ার পরই কি মন্ত্রী ও সচিবকে ছুটিতে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘হ্যাঁ। তাঁদের ছুটিতে পাঠানো হয়েছে। দু-একদিনের মধ্যেই এর গেজেট প্রকাশ করা হবে। ’ পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে জাইকার (জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) প্রেসিডেন্ট যে বিশ্বব্যাংকের সঙ্গে দেখা করার কথা ছিল, সে ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘তিনি কাল (বুধবার) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করবেন। ’ পদ্মা সেতুর জন্য ঋণ পেতে গেলে বিশ্বব্যাংকের চারটি শর্তের মধ্যে চতুর্থটি ছিল—তদন্ত চলাকালে সরকারি দায়িত্ব পালন থেকে সরকারি ব্যক্তিবর্গ অর্থাত্ আমলা ও রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্তদের ছুটি দেওয়া।

বিষয়টি উত্থাপন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘তার প্রমাণ তো দেখতেই পারলেন। আবুল ইজ ডাউন। ’ আবুল হোসেনের পদত্যাগের ব্যাপারে সচিবালয়ে গত রোববারই অর্থমন্ত্রী ইঙ্গিতে জানিয়েছিলেন, ‘অ্যালেইন গোল্ডস্টেইনের (বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর) দেওয়া চার প্রস্তাবের মধ্যে চতুর্থটি মেনে নেওয়া একটু অসুবিধা ছিল। আমরা চেষ্টা করছি, এটাও কীভাবে সমাধান করা যায়। ’ মন্ত্রী-সচিবকে ছুটি দেওয়ার কারণে বিশ্বব্যাংকের ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদী কিনা—জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘অবশ্যই।

অবশ্যই আশাবাদী। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.