ব্লগ সফ্টওয়্যারটির নাম Fast Stone , ইনষ্টল করা ঝামেলা নাই; সাইজ মাত্র ২.২৮ মেগাবাইট। যেসব ফরম্যাটে পিকচার সেইভ করা যাবে > BMP, GIF, JPEG, PCX, PNG, TGA, TIFF এবং PDF ফরম্যাট। ** কয়েকটি ইফেক্টস এপ্লাই করতে পারবেন ; যেমন > drop-shadow, frame, torn-edge and fade-edge ইত্যাদি। ** ইমেজ ক্যাপশন যোগ করতে পারবেন. ** Resize, crop, rotate, sharpen, brighten, adjust colors করা সহ Undo/Redo করতে পারবেন। ** ক্যাপচার করার পরই এটাকে এম এস Word and PowerPoint এ ট্রান্সফার করতে পারবেন। * Screen Magnifier যা দিয়ে বড়/ছোট করে দেখতে পারবেন। এটা দিয়ে অডিও এবং ভিডিও সহ স্ক্রীন রেকর্ড করতে পারবেন। Download Link ব্যাবহার করতে সমস্যা হলে নিচের ভিডিওটা দেখেন এখানে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।