Screenshot নিতে হয়। নানা কাজে লাগে। আমি নিজেও Screenshot সফট'র জন্য কি না করেছি। খুজতে খুজতে আমার প্রাপ্তিটা আপনাদের সাথে share না করে পারলাম না। আমার কাজে লেগেছে।
নিশ্চয়ই বিপদের বন্ধু হবে কৌশলটা। আপনাদের কতটুকু লাগে দেখুন।
১. প্রথমেই যা স্ক্রীনসট নিতে চান সে জায়গায় অবস্থান করুন। যেমন ডেস্কটপের স্ক্রীনসট নিতে ডেস্কটপে অবস্থান করুন।
২. এবার কী-বোর্ডের PrntScr বোতাম চাপুন।
৩. Start Menu > Programs > Accessories থেকে Paint খুলুন।
৪.এবার Ctrl+V চেপে বা Edit > Paste চাপুন।
৫. ছবিটি সেভ করুন।
৬. হয়ে গেল screenshot!!
আসা করি কাজে লাগবে।
কাজে লাগলে reply দিবেন।
-নেটবন্ধুদের থেকে জেনেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।