আমরা অনেকেই Screenshot নেবার জন্য keyboard-এর print screen button চাপদেই এরপর MS Paint-এ peste করে। BMP format-এ save করি। এটা খুব কঠিন মনে না হলেও কঠিন হয়ে যায় যখন screen-এর ওপর কোনো object-কে capture করতে চাই বা কোনো নির্দেশনা দেবার জন্য কোনো ছবিতে কিছু Highlight করতে চাই। যেমন ধরুন নিচের ছবি গুলো।
শুধু একটি window-এর ছবি
একটি Calculator-এর screenshot
এছাড়া screenshot-এর উপর কিছু লিখতে চাইলে কাজটা হয়ে যায় কঠিন।
আবার যদি কেউ screen video করতে চান, তাহলে কি করবেন?
মহাভেজাল!!!
এই সমস্যার সমাধান করতে পারে Jing নামের একটি free software।
Jing software-টি ম্যাক ও উইন্ডোজ দুই Platform-এই চলে। এটি পাবেন নিম্নের URL-এ
http://www.jingproject.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।