বাংলা-নিউজে নিউইয়র্কে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপনের প্রস্তুতি শিরোনামে একটি সংবাদ পড়ছিলাম (Click This Link)। সেই সংবাদের তৃতীয় প্যারায় খেয়াল করে দেখলাম লেখা আছে "নিউইয়র্কের মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা জানান, আমাজন ডট কমে এটি হবে প্রথম কোনও বাংলাদেশি লেখকের বই বিক্রির কার্যক্রম"
কিন্তু এই ব্লগের সবাই জানে যে, আমাদের সকলের প্রিয় ব্লগার ডিসকো বান্দর ভাইয়ের উপন্যাস দি পিস-কিপার আমাজন থেকে কিনা যায়। এই লিঙ্কে গেলেই কিনা যায়। Click This Link সুতরাং, প্রথম বাংলাদেশি লেখক এই তথ্যটি মনে হয় সঠিক নয়। তাই আমি লিঙ্ক সহ বিষয়টি বাংলানিউজকে ই-মেইল করে জানাই।
একই সাথে বিষয়টি সংশোধনের অনুরোধ জানাই। ভুলটি তাদের নয়। আমার মনে হয়, জনাব বিশ্বজিত সাহাও বিষয়টি জানেন না। কিন্তু এই বিষয়ে এখন পর্যন্ত কোন সংশোধন না দেখতে পেয়ে ভাবলাম ব্লগে বিষয়টি শেয়ার করি।
বাংলানিউজ দেশের এক নম্বর অনলাইন নিউজ পোর্টাল।
আমি এর নিয়মিত পাঠক। হুমায়ুন আহমেদও আমার প্রিয় লেখকদের একজন। বাংলানিউজেই খুব সম্ভবত " নোবেল ক্যাম্পেইন ফর হুমায়ুন আহমেদ" শিরোনামে একটি লেখা এসেছিল। লেখাটি খুব আলোড়িত করে আমাকে। আমি সিরিয়াসলি এই বিষয়ে কয়েকজনের সাথে আলাপও করি।
একজন পাঠক হিসেবে আমি চাই এই বিষয়ে বাংলানিউজ এর আশু পদক্ষেপ।
ডিসকো বান্দর ভাই ব্লগের গৌরব। আমি চাই উনার এই কৃতিত্বের কথা সবাই জানুক। একজনকে কৃতিত্ব দিতে গিয়ে আমরা যেন আরেকজনের কৃতিত্বকে ভুলে না জাই
হুমায়ুন আহমেদ এর আশু রোগমুক্তি কামনা করি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।