চলেই তো যাব একদিন (প্রয়াত হুমায়ূন আহমেদ-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি) ডা.সুরাইয়া হেলেন চলেই তো যাব একদিন তোমাদের ছেড়ে! সবাই তো এমনি করেই যায়, কেউ আগে আর কেউবা পরে! পৃথিবীর এই আশ্চর্য রহস্যময় আকাশ, তরুলতা,পুষ্পের হাসি,গানের বাতাস, বন-বনানী আর পর্বতের নীরবতা, গ্রামবাংলার সন্ধ্যাতারার সাঁঝদীপের উজ্জ্বলতা! সাগরের কল্লোলধ্বনির উদ্দামতা, ঝর্ণার ছুটে চলা উচ্ছ্বলতা, মায়াবী রাত,সবুজ শিশির ভোর, আর নিঃসঙ্গ নিঝুম দুপুর! সবই যেতে হবে ছেড়ে, এইসব আশ্চর্য,অদ্ভূত, সব সব সুন্দর অধিকার, আর সবচেয়ে মায়াময়, সকরুণ,আমার উত্তরাধিকার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।