হ্যাঁ, চলেই যাচ্ছেন সুরঞ্জিত। সোমবার দুপরই হবে তার পদত্যাগের ক্ষণ।
বাংলাদেশের বর্তমান মন্ত্রী পরিষদে ডাকু মন্ত্রী আরও আছেন।
রেহানার নমিনি - সৈয়দ আবুল হোসেন, ফারুক খান, শাজাহান খান,রাজিউদ্দিন রাজু, এমন আরো অনেক নাম করা যায়।
না, সুরঞ্জিত বাবুকে ব্যক্তিগতভাবে পছন্দ করছেন না প্রধানমন্ত্রী।
বাগড়া
সেখানেই। তিনি জানিয়ে দিয়েছেন , যেতে হবে।
তাছাড়া নাসিম , তোফায়েল, সেলিম রা সহ্য করতে পারছেন না সুরঞ্জিত বাবুকে।
শেষ মুহুর্তের খবর পর্যন্ত , দুজন প্রভাবশালী উপদেষ্টা শেষ চেষ্টা করছেন
শেখ হাসিনা কে মানাবার। যাতে শেষ সময়ে সরকার কলুষিত (!!) না হয়।
যদি পি এম - কে রাজি করানো না যায়, তাহলে সোমবারই পদত্যাগ করছেন সুরঞ্জিত। এটা ৯৯ ভাগ নিশ্চিত !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।