আমাদের কথা খুঁজে নিন

   

অপদার্থের একটি দাবী ও একটি আক্ষেপ

ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন... খুব কাছের কারো মৃত্যুতেও আজকাল সহজে চোখে পানি আসে না, তবে কিছু মানুষ রক্ত-আত্মার সম্পর্কের না হয়েও এই অসাধ্য সাধনের ক্ষমতা রাখে। দুঃখ একটাই, বাংলা সাহিত্যে এপার বাংলার হাজার বছরের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তী মানুষটারে জীবিত দেখার সৌভাগ্য হইল না। দুই মিনিটের জন্য হলেও স্যারের রসায়ন বিভাগ, স্যারের শহীদুল্লাহ হলে তাঁকে শেষবারের মতো আনা হোক...এই কার্জন হল, এই ক্যাম্পাসের চেয়ে বেশী দাবী তাঁর ওপর আর কারও থাকতে পারে না আর সামহোয়্যার এর গেট আপে শোকাবহ একটা পরিবর্তন আশা করেছিলাম...যেমনটা প্রায় সব জাতীয় উপলক্ষেই করা হয়! কিন্তু সারাদিনেও ব্যানারে কোন পরিবর্তন দেখলাম না...হতে পারে এটা তেমন কিছুই নয়। তারপরও কেন জানি মনে হয় এসব আনুষ্ঠানিকতার মাঝেও কিছু আবেগ লুকিয়ে থাকে। এটুকু না করলে মনে হয় কোথায় যেন একটু অবজ্ঞা করা হয়ে গেল, কেমন দায়সারা হয়ে যাচ্ছি আমরা সবাই দুটো পোস্ট ঝুলিয়ে দিয়েই দেশের সর্বাধিক পঠিত ব্লগটা তার দায় শেষ করলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।