আমাদের কথা খুঁজে নিন

   

অপদার্থের প্রলাপ

আমি পূর্ণয় পৃথিবীর সকল দেশে দুই দিন ছুটি আর পাঁচ দিন কাজ। আর এই দেশে পাঁচ দিন ছুটি আর দুই দিন কাজ। কাজের দুই দিন আবার ঘর থেকে বের হইলে পুলিশ আর শিবির ঝাটা জুতা নিয়ে দেয় দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইয়া জনগণ রাতে ঘরে আসতেই চলে যায় বিদ্যুত। কি ঝামেলা ! তাই সবাই একটু শান্তি খুজতে বারান্দায় যায় চেয়ার নিয়ে বসে হাওয়া খাইতে।

হঠাই আকাশ পানে তাকিয়ে দেখে চাঁদের মাঝে সাঈদি। জৈনেক হুজুর তাৎক্ষণিক পাশের স্কুল মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে মাইকের মন্ডু ধরিয়া গলা ফাটা স্বরে চিল্লায়া বলে উঠে " সাঈদি আর চাঁদের বুড়ির প্রেম লাইলি-মজনুর প্রেমের মতই হান্ড্রেড পারসেন্ট পবিত্র। " তারপর সাথে সাথে মাথায় গিজ গিজ করে শাহবাগ,শিবির,জামাত, যুদ্ধাপরাধী, আওয়ামিলিগ, বিএনপি,ছাত্রলীগ, বিশ্বজিত, সাগর-রুনি, হলুদ মিডিয়া,লাল শেয়ার বাজার ইত্যাদি নিজেকে এই বৃহৎ কারবারে একটা ছাগল সরূপ প্রানী ভাবিয়া তারা চলে যায় টিভি দেখতে আর গভীর রাতে টিভি ছাড়তেই দেখে অনন্ত জলিল এ জাতির এই ক্লান্ত মনোভাব দেখিয়া জিগাইয়া ফেলেছে “আর ইউ পম গানা ?” জনতা দাঁত বের করে কেলায়া হাসি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইয় “অনন্ত জলিল ভুদাই, ওর মাথায় বুদ্ধি নাই। ” এরপর...... ? এরপর আবার পরদিনের জীবন...... চলতেই থাকে...... তবে দিন শেষে আবার সেই দাঁত কেলানো হাসি আর একটা ফেসবুকে স্ট্যাটাস। কত কর্মঠ জাতি আমরা।

এর জন্য কবি পূর্ণয় একদা বলেছিলেন, "কেমনে করিব কর্ম ? কর্মের জন্য নহে এ চর্ম। তাই পিতার অর্থে রাজপথ চরণই মোর ধর্ম। " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।