আমাদের কথা খুঁজে নিন

   

ধানমণ্ডি লেকে বোমাং রাজার নাতির মৃত্যু

ভালো। বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে রাজধানীর ধানমণ্ডি লেকে ডুবে মং নাই প্র“ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি বান্দরবান পার্বত্য জেলার বোমাং রাজা অং স প্র“র নাতি ও ধানমণ্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটার্নেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সহপাঠী মামুন জানান, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে ৭-৮ বন্ধু একসঙ্গে ধানমণ্ডি লেকে সাঁতার কাটতে নামেন।

তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় সাঁতার কেটে লেক পার হওয়ার ঘোষণা দেন সবাই। তবে মং নাই প্র“ ছাড়া বাকিরা একটু সাঁতরেই পাড়ে ফিরে আসেন। কিন্তু মং নাই প্র“ পেছনে না ফিরে সাঁতার কেটে ওপার যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার আকস্মিকতায় অন্য বন্ধুরা হতবিহ্বল হয়ে পড়েন। পরে পানি থেকে তুলে এনে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করতে গিয়ে সহপাঠী মামুনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মং নাই প্র“র বাবার নাম মং সাই প্র“।

তার দাদা অং স প্র“ বান্দরবান জেলার পার্বত্য এলাকার বর্তমান বোমাং রাজা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মং ছিলেন ছোট। বৃহস্পতিবার বিকালে মং নাইয়ের মৃত্যু খবরে তার সহপাঠীরা বাংলাদেশ মেডিকেলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.