.....কথামালা (২০০৮-২০১০)। ।
সকালে ঘুম থেকে উঠেই ভাল একটি খবর পেলাম-
"ধানমণ্ডি আবাসিক এলাকায় যারা ভাড়াবাড়িতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাচ্ছেন তাদের ক্রমান্বয়ে সরে যেতে হবে। বিশ্ববিদ্যালয় খুলে ব্যবসা করবেন এটা হতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলেও তা প্রয়োগ করা হয়নি।
নতুন আইনের আলোকে তা প্রয়োগ করা হবে। এছাড়া যত্রতত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনেও অনুমতি দেবে না সরকার। এক্ষেত্রে বাস্তবায়নাধীন 'ড্যাপ'-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হবে। "
বিস্তারিত পড়ুন সমকালে
ধানমন্ডিতে মোট ১৩টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। অন্যদিকে জেলা শহর নারায়নগঞ্জে কিংবা বিভাগীয় শহর বরিশালে একটিও নেই।
(এরকম অনেক জেলা ও বিভাগেই নাই.....) মনে হয় কোন শাখাও নেই।
আশা করি পরবর্তীতে সরকার ধানমন্ডি থেকে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরানোর চেষ্টা করবে এবং সব শেষে মার্কেটগুলো। উল্লেখ্য ১৯৫০ এর দশকে ভূমি অধিগ্রহনের মাধ্যমে সরকারী উদ্যোগে ধানমন্ডি আবাসিক এলাকা গড়ে তোলা হয় এবং ১৯৯০ এর পর থেকে এর বানিজ্যিকরণ শুরু হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।