আমাদের কথা খুঁজে নিন

   

গুটিকয়েক কারণেই যিনি আমার কাছে প্রিয়ঃ শ্রদ্ধা সেই মানুষটিকে ।

চোখের দেখা , মনের কল্পনাঃ আমার লেখা “সবচেয়ে প্রিয়” লেখক না হলেও হুমায়ূন স্যারের লেখা ভাল না লেগে উপায় নেই। প্রিয় লেখক সাধারণত একজনই হয়। কিন্তু হুমায়ন স্যার বুঝিয়ে দিয়েছেন পাঠকের মনে তিনি নির্দ্বিধায় প্রবেশের অধিকার রাখেন। অর্জন করেছেন তাঁর লেখা দিয়ে। বইমেলায় গেলেই অন্যপ্রকাশের স্টলে উপচে পড়া ভিড় যেন এটাই বলে দেয় –“ আমি তোমাদের “সবচেয়ে প্রিয়” না হলেও “প্রিয়” লেকক হবার দাবী রাখি।

হিমু সিরিজের বইগুলো সহজ সরল আর আমাদের অনুভূতির সাবলীল প্রকাশ ! অনেকেই বলে- অন্যান্য লেখা পড়তে ইচ্ছা করেনা জটিলতার কারণে। হুমায়ূন স্যারের লেখাই তাদের একমাত্র পছন্দ। মিসির আলীর প্রথম খণ্ড আমি কিনি নাই। মামা এনে হাতে দিল। আমি পড়া শুরু করলাম।

আর হুমায়ূন আহমেদ স্যার মিসির আলী হয়ে আমার মনে ঠাই করে নিলেন। তিনি আমার কাছে হিমুরূপে যতটা পরিচিত , তার চেয়ে বেশি পরিচিত মিসির আলী রূপে। স্রেফ অসাধারণ ! মিসির আলীর প্রতিটা গল্প আমি গোগ্রাসে গিলেছি। মিসির আলীর বুদ্ধিদীপ্ত কথা , তাঁর ভাবের প্রকাশ – এগুলো আমি বইয়ে পড়িনি ; পড়তে পড়তে সামনাসামনি দেখেছি। এতোটা বাস্তব ! তাঁর সকল বইয়ের কথা আমি হয়তো বলতে পারব না ।

তাঁর হাজার লাখ পাঠক আছেন ; আমার চেয়ে বেশি অনুরাগী তাঁর। কিন্তু আমার শ্রদ্ধাটুকু নির্ভেজাল । যে কয়টা লেখা পড়েছি , সেগুলো দিয়েই তিনি মনে গেঁথে গেছেন। তাঁর সিনেমাগুলোর কথা সবাই জানে। প্রতিটা সিনেমা, নাটক – এককথায় ভিন্ন স্বাদের।

তাতে হুমায়ূনীয় বৈশিষ্ট্য জ্বলজ্বল করে। "শ্রাবণ মেঘের দিন" ছবিটা দেখেছিলাম সেই ছোট বেলায়। তখন অনুভূতি জিনিস টা বুঝতাম না ভালমত । তবুও ছবিটা মনে গেঁথে আছে ! এখন কান্না আসে গান গুলো শুনলে .। "সুয়া চাঁন পাখি , আমি ডাকি তুমি ঘুমাইসো না কি !" এটা ছাড়াও স্যারের বানানো আমার প্রিয় ছবি – আমার আছে জল।

এই ছবির একটা গান - “চলো বৃষ্টিতে ভিজি” । এই গানের যতই গুণগান করা হোক না কেন , কম হবে। এইগান যে কয়শ বার শুনেছি তার ইয়ত্তা নেই। হুমায়ুন স্যারের ছবি বলেই গানটা এতটা প্রাণবন্ত হয়েছে। প্রিয় ব্যক্তিত্ব হতে গেলে ঝুড়ি ঝুড়ি কোন কারণ লাগেনা।

একটা দুটো কারণেই প্রিয় হয়ে যান। আমার কাছে উনি এভাবেই প্রিয় কেউ একজন। মারা যাওয়াটা একটা সাধারণ ব্যপার হলেও সেটাই আমাদের মানতে কষ্ট হয়। কাল রাতে ঘরে ঘরে না গিয়েও বলা যায়- তাঁর পাঠকেরা বুক ফেটে কেঁদেছে। উনি আগেও আমাদের কাছে যেমন শ্রদ্ধার পাত্র ছিলেন , সবসময় তেমনটিই থাকবেন।

আপনাকে শ্রদ্ধা স্যার ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.