আমাদের কথা খুঁজে নিন

   

গুটিকয়েক বাঙালী সমর্থকের কথা

I am always in the search of the truth.

অল্পবিদ্যা ভয়ঙ্করী – কথাটা সবসময় শোনা গেলেও বিশ্বকাপ ফুটবল এলেই এটার তাৎপর্য টের পাই। প্রতি চার বছর পরপর ফুটবলের গুটিকয়েক মানুষের ভালবাসা উথলে উঠে। গত ১ মাসে রাস্তাঘাট, বাড়িঘর আর ভার্সিটিতে “কোন দলের সাপোর্টার?” প্রশ্নটা আমাকে অসংখ্যবার শুনতে হয়েছে। একটা উত্তর দিলেই বিপদ। অন্য দলের সাপোর্টারদের কটাক্ষপাত,টিটকারি শুরু হয়ে যায়।

আবার “কোন দলকে সাপোর্ট করি না, যারা ভালো খেলে তাদেরকেই সাপোর্ট করি” – এই কথা বললেও বিপদ। ধান্দাবাজ,সুবিধাবাদী সহ আরো নানা উপাধি জুড়ে যায় নামের সাথে। আমি সবার কথা বলছি না। হাতে গোনা কয়েকজন সমর্থকের কথা বলছি। বাকি সাড়ে তিন বছর কোন খবর না থাকলেও এই সময়টাতে কয়েকজনের ফুটবলপ্রীতি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়।

বাড়িতে পতাকা টানানো, মিষ্টি বিতরণ করা শুরু হয়। আর জার্সি কেনা তো আছেই। সেটা হোক। কোন একটা খেলা নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। আর এরকম একটা মহাযজ্ঞ শুরু হলে তো উন্মাদনা শুরু হবেই।

কিন্তু সেটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না চলে যায়। সামান্য একটা খেলার বিষয় নিয়ে হাতাহাতি,মারামারি করা তো মূর্খতা ছাড়া আর কিছু নয়। কয়েকজনের ফুটবলজ্ঞান তো ঈর্ষা করার মতো (!!!)কয়েকদিন আগে এক আর্জেন্টিনার সমর্থকের কাছে আর্জেন্টিনের বর্তমান একজন খেলোয়াড়ের নাম জানতে চাইলে উত্তর আসে ম্যারাডোনা। গুটিকয়েক ব্রাজিল সমর্থককে এই প্রশ্নটা জিজ্ঞেস করলে উত্তর আসে রোনালদো। আর জার্মানির কয়েকজনের অবস্থা তো আরো করুণ।

বেকেনবাওয়ারের নাম পর্যন্ত বলতে শুনেছি একজনকে। গ্রুপে আর কে কে আছে জিজ্ঞেস করলে ২-১ জন বলে “কোন গ্রুপে পরছে তাতে কি আসে যায়?প্রতিপক্ষ যেই হোক না কেন,সেটা কোন ব্যাপার না। আমরাই সেরা। ” সবশেষে গতকালের একটি ঘটনার কথা বলি, “ইংল্যান্ডের তো এইবার অবস্থা খুব খারাপ। ” “কেন?” “বেকহাম নাই।

গোলকিপার না থাকলে কি নিয়া খেলবে? সবশেষে ঐ গুটিকয়েক সমর্থকের প্রতি অনুরোধ, এই পোস্টটিকে কেউ নিজের প্রতি আঘাত হিসেবে নিবেন না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো,শেষ পর্যন্ত তো এটা একটা খেলাই। এইরকম তুচ্ছ একটা বিষয় নিয়ে মারামারি করার কোন মানে হয়? আজ বিশ্বকাপের পর্দা উঠছে। এই লোডশেডিং এ খেলা দেখা একটু কঠিন হয়ে পড়লেও সকলের প্রতি শুভকামনা রইল। সবাই বিশ্বকাপের প্রত্যেকটি খেলা উপভোগ করুন – এই কামনা রইল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.