আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের ভিসির মারাত্মক চালঃ পদত্যাগ ঠেকাতে গুটিকয়েক শিক্ষকের দালালি । “বৈজ্ঞ্যানিক ভিসির” গদি বাঁচানোর “বৈজ্ঞ্যানিক চাল”।

এই বার এত সহজে মনে হয় না গদি ছাড়বেন বুয়েটের ভিসি। আরে ভাই কেনইবা ছাড়বেন ইনি অন্যদের মতন ভিসি নাকি ? ইনি হলেন বৈজ্ঞানিক ভিসি । প্রতিদিন হাঁচি-কাশির সাথে বৈজ্ঞ্যানিক না বের হলেও দুই চারটা ইঞ্জিনিয়ারতো বের হয়েই যায় । সুতরাং নির্লজ্জতার দিক থেকেও একটু বেশিই হবেন অন্যদের চেয়ে । বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে বুয়েটের পরিস্থিতি নিয়ে ।

দুর্নীতি , রাজনিতিকরন , অনিয়ম সহ হাজারো অভিযোগ ভিসি ও উপ-ভিসির নামে । সাধারন মানুষ হিসেবে বলবো বুয়েট এর পরিস্থিতি আগের মতন নেই । রাজনৈতিক পরিচয়ধারি ছাত্র পরীক্ষা দিতে পারবেনা তাই পরীক্ষা পেছান হচ্ছে , রেজাল্ট নিয়ে করা হচ্ছে কারচুপি তাছারাও বর্তমানকালে প্রতিস্থান্তির জৌলস কমে প্রায় শূন্যের কোটায় চলে আসছে । যাই হোক জাহাঙ্গীরনগরের ভিসির মত এই ভদ্রলোক কিন্তু মোটেও বোকা নন বরং আন্দোলনকারীদের চেয়েও এক ধাপ এগিয়ে আছেন তিনি । থাকবেন না কেন বৈদ্যতিক প্লাস মাইনাস নিয়ে খেলেন , যন্ত্রের গভিরে প্রবেশ করেন , গাড়ির মোটর দিয়ে উড়োজাহাজ বানান সুতরাং এই দাবা খেলায় এগিয়ে তো থাকবেনই ।

তিনি তার পদত্যাগ ঠেকাতে বের করেছেন দলীয় রক্ষীবাহিনী কিছু দালাল শিক্ষক ভাড়া করে । তিনি কি করলেন দেখেন তার বিপক্ষ শক্তির নেগেটিভ চার্জের বিরুদ্ধে তিনি নিজের তৈরি একটি দল বানালেন যারা সুশীলতার নামে তার পক্ষে পজেতিভ চার্জের কাজ করবে । তাতে করে জনমত তৈরির সুজুগ কমে যাবে ভিসির বিরুদ্ধে । কিছুক্ষণ আগেই ওইরকম এক দালাল এসছিল দেশ টিভিতে । দালালতো না যেন জামাত ই ইসলাম (জামাত এখন একটি গালি) ।

চিন্তা করছেন কি খেইল দেখাইল বুইরা বিজ্ঞ্যানি । যাই হোক আমি জানিনা তিনি দোসি না নির্দোষ । সরকারের মাধ্যমে আদৌ কিছু হবে কিনা । কিন্তু একটি ব্যাপার আমি জানি তা হল হাজার ধরে নিলাম তিনি নির্দোষ কিন্তু তবুও তাকে পদত্যাগ করা উচিৎ এই মুহূর্তেই । কেননা ভিসির জায়গাটি সম্মানের এবং পরিচ্ছন্নতার ।

ওই জায়গায় তিনি আর মুহুরত থাকা উচিৎ নয় কেননা তার প্রতি ওই সম্মান আর কারও নেই । আর একটি কথা না বললেই নয় আমাদের দেশের রাজনৈতিক চিন্তায় ভিসি নিয়োগ বদলান প্রয়োজন । কেননা এখন আমাদের ভিসিদের একাডেমিক ক্যারিয়ার এবং যোগ্যতা এখন প্রশ্নবিদ্ধ , এখন তাদের নিয়োগ হচ্ছে তোষামোদের ভিত্তিতে । যেখানে একজন ভিসিকে হতে হবে আন্তর্জাতিক না হোক অন্তত জাতীয়ভাবে স্বীকৃত ব্যাক্তিত্ত কিন্তু সেখানে ভিসি হচ্ছেন নাম সর্বস্ব ব্যাক্তিগন । পরিশেষে বলবো বুয়েট ই নয় সমস্ত বিশ্ববিদ্যালয় গুলু ওই সব দলীয় নিয়োগ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তলা হোক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.