আর কটা দিন বাকী? ফাকি দেয়ার তাড়না' তাড়ানো উপলব্ধির অতিত। আতিসাহ্যের মমত্ববোধ উধাও, তল্পিতল্পা বানের জলে' উন্মক্ত গগন যেনো ছাদ। আশ্রয়হীনের মিছিলে বাকরুদ্ধতা! আকাশ পাতাল ভারি করছে। মৃতের শরীর ফুলে ঠোল, শোকের হাওয়া বর্ষা চাইছে। কে কোথায় আছো? বড়দের হেয়ালীপনা আর কি সয়! সুখের সাগর তাদের কানায় কানায়! উপচে মোরা আশ্রয় হারাই। পড়ালেখা বাদ দাও! এই নাও শরীর খাটাও! বুদ্ধিজিবীর চোখের মনি চিক করে উঠে। দেশেই থাকো' নিজ সন্তান গিয়েছে সুদূর চিন। হরতাল অবরোধে দেশ অচল' আমজনতা বিশাল বাটে। ক্ষমতা কুক্ষিগত ওই এক জায়গায়! নামেই শুধু বিশ্বজিৎ! আসলে নিজ দেশেই শহীদ তাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।