আমাদের কথা খুঁজে নিন

   

শোকের পুরুষ কালঃ

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

শোকের পুরুষ কালঃ আজ সৈয়দ মুজতবা আলীর একটা লেখা পড়লাম। সৈয়দ মুজতবা আলীকে তাঁর একবন্ধু চিঠি লিখে জানিয়েছিলেন-তাঁর(বন্ধুর) সব চাইতে প্রিয়জন হঠাত করে মৃত্যু বরন করেছেন। যার ফলে তিনি ভীষন ভাবে মর্মাহত হয়ে মানষিক ভাবে ভেঙ্গে পরেছেন...। এর জবাবে সৈয়দ মুজতবা আলী তাঁর বন্ধুকে লিখলেন-"তোমার প্রিয়জনের মৃত্যুতে আমিও মর্মাহত। তবে তোমায় আমি আশ্বাস দিচ্ছি-তোমার প্রিয়জনের মৃত্যু শোক তুমি আগামী 'তিন পুরুষ' সময়ের মধ্যেই সম্পুর্ণ ভাবে ভুলে যাবে। উল্ল্যেখ থাকলযে এখানে বর্নিত 'পুরুষ কাল' এর প্রতি পুরুষ মাত্র একমাস"!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।