সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/ ফিক্সড ডিপোজিতে টাকার ওপরে নাকি ৫% অতিরিক্ত ট্যাক্স কাটতেসে টিআইএন না দিলে? আমার একটা ফিক্সড ডিপোজীট আসে ১ লাখ টাকার প্রাইম ব্যাংকে, তারা সেদিন মেসেজ দিয়ে বলে ২৬ তারিখের মধ্যে টিআইএন না দিলে অতিরিক্ত ৫% ট্যাক্স কাটবে। আমি টিআইএন পাবো কই? আমার তো ট্যাক্সেবল ইনকামই নাই। আর এত রেখে গচ্ছিত টাকার ওপরে ট্যাক্স কাটার মাথামোটা বুদ্ধি টাকলা মন্ত্রিকে কে দিসিল? সামান্য টাকাউ সেভ করতে দেবেনা মাথামোটা বাচালটা। এখন কি এক ফিক্সড ডিপোজিটের জন্যে টিআইএন নিতে হবে? যত্তসব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।