ঢাকা শহরের অস্বাভাবিক বাড়ী ভাড়া ও জুন-জুলাই মাসের রক্ত চোষা বিদ্যুৎ বিল নিয়ে ব্লগাররা কম বেশি জানেন।
তাই আমাদের প্রতিকারের জন্য আরও বেশি সচেতন হবে।
অনুপ্রেরণার জন্য বাংলাদেশ প্রতিদিনে লিংক রাজনীতিক মান্না সাহেবের লেখা বাড়িভাড়া আন্দোলন ও রাজনীতি লেখাটি শেয়ার করলাম।
কিছু অংশ :
বাড়িভাড়া একটি বড় সমস্যা। ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষ এর শিকার হচ্ছে।
কিন্তু সচেতন হলেই বা কি হবে? যারা বাড়িভাড়া করে আছেন তারা তাদের নিজেদের দুঃখ-কষ্টের ব্যাপারে সচেতন। আমার কাছে মনে হয় বাড়িওয়ালাদের বিরুদ্ধে সংগ্রাম করলেই কেবল তাতে কোনো কাজ হবে না। কারণ একটু আগেও বললাম, এই দায়িত্ব কে পালন করবে? বাড়িভাড়া ঠিকমতো নির্ধারণ করা, মানসম্মতভাবে তা কার্যকর করার দায়িত্ব কার? সাধারণভাবে বলা যায়, সরকারের।
আর বিদ্যুৎ বিল নিয়ে আজ প্রথম আলোর লেখাটি অনেকে পড়েছেন। এবং সচেতনার জন্য যারা পড়েননি অবশ্যই পড়বেন।
Link
পাঠকদের মন্তব্যগুলো কাজের।
রফিকুল ইসলাম তনি
২০১২.০৭.১৯ ০৩:০৫
আমি ডিপিডিসি'র গ্রাহক। মিটার রিডার আমার বাসায় এসে গত মাসে ৩৮৩ ইউনিট বিল লিখে নিয়ে গেছে আমার একটা মিটার থেকে। কিছু দিন আগে বিল পেয়ে দেখি সে ৪০৩ ইউনিটের বিল প্রদান করেছে।
Mominul Islam
২০১২.০৭.১৯ ০৪:২৬
আমার বিল ১২০০ থেকে ১৭০০ টাকার ভেতরে ছিলো কিন্তূ এখন তিন মাস ধরে তা ৪৮০০ টাকা থেকে ৫৮০০ টাকার মধ্যে উঠানামা করছে ।
কয় দিন পর মনেহয় বাড়ী ভাড়া থেকে বিদুৎ বিল বেশি হবে। আসলে আমাদের দেশের মানুষের এই শাস্তিটা প্রাপ্য । আমরা বিদ্যুৎ চেয়েছি তবে ২ টাকার বিদ্যুৎ ৯ বা ১০ টাকায় চাইনি। তারচেয়ে বরং দাম কমিয়ে ৪ ঘন্টা লোডশেডীং দিন তাও ভালো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।