আমি আমার রব হিসাবে আল্লাহতায়ালাকে রাজি করাতে চাই।
রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। যে রোজা রাখাকে ফরজ মনে করবে না সে কাফির হয়ে যাবে। আর যে ফরজ মনে করেও রোজা রাখবে না, সে মস্তবড় গুনাহগার ও ফাসিক হবে। তাই রমজানের প্রস্ততি হিসাবে কিছু লেখার অধমের এই প্রচেষ্টাঃ-
রোজার জরুরী মাসায়িলঃ-
১.প্রতি রোজার জন্য নিয়ত করা ফরজ।
রোজার নিয়ত ব্যতীত সারাদিন উপবাস থাকলেও রোজা হবে না।
২.নিয়ত মানে মনের এরাদা এর জন্য মুখে উচ্চারন করা জরুরী নয়। তবে মুখে অর্থ উচ্চারন করা ভালো বা মুস্তাহাব। মুখে শুধু এতোটুকু বললেই যথেষ্টঃ আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করলাম।
৩.রমজানের রোজার নিয়ত রাত থেকেই করা উত্তম।
রাত হতে নিয়ত করতে না পারলে সূর্য পশ্চিম আকাশে ঢলার দেড় ঘন্টা পূর্বে (আনুমানিক সকাল সাড়ে ১০টার মধ্যে) করে নিলেও চলবে।
চলবেঃ- ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।