আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের বাজারে

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

বাজারে ঢুকলেই মাথায় পড়ে হাত বাজার সওদা যেন আকাশেরই চাঁদ ।

আলু সিম মুলা দাম বাজারের ধুলা দাম ঝাড়ু আর কুলা দাম কেরোসিন চুলা দাম মুরগী কি হাঁস দাম কাঁচা পাকা বাঁশ দাম বাজারের ঘাস দাম । সয়াবিন নুন দাম পান আর চুন দাম দুধ চিনি তেল দাম কলা দই বেল দাম । শুনে শুনে সব দাম দরদর ঝরে ঘাম । চাল দাম ডাল দাম দাম তরকারী, খালি ব্যাগ হাতে করে ফিরে যাই বাড়ি । বাজারের সব কিছু আগুন আর আগুন, রমজানে দেশ ছেড়ে সব্বাই ভাগুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।