কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। কুষ্টিয়ার ভেড়ামারায় এইচএসসি পরীক্ষায় ৩টি কলেজ থেকে ২৭ জন পরীক্ষার্থী জিপিত্র-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এর মধ্যে ভেড়ামারা কলেজ থেকে ২০ জন, মহিলা কলেজ থেকে ৬ জন এবং বিজেএম কলেজ থেকে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ভেড়ামারা কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম জানিয়েছেন, বিজ্ঞান বিভাগ থেকে ১৬ জন, বানিজ্য বিভাগ থেকে ২ জন এবং ভোকেশনাল বিভাগ থেকে ২ জন সহ মোট ২০ জন শিক্ষার্থী জিপিত্র-৫ পেয়েছে। ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা জানিয়েছেন, ৪ জন বিজ্ঞান বিভাগে এবং ১ জন করে মানবিক এবং ভোকেশনাল বিভাগ থেকে জিপিত্র-৫ পেয়েছে। এছাড়াও বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন জানিয়েছেন, কলেজ থেকে ১জন বানিজ্য বিভাগ থেকে জিপিত্র-৫ পেয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।