কুষ্টিয়ার ভেড়ামারায় চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করে পালানোর ৪ জনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার দশমাইলে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের পাশ থেকে নিহত সিএনজি চালক সোনা মিয়ার (৩২) লাশ উদ্ধার করে র্যাব।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে যাত্রী বেশে ৪ ছিনতাইকারী সোনা মিয়ার সিএনজি ভাড়া করে ভেড়ামারা থেকে কুষ্টিয়া রওনা হয়। পথে তাকে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে রেখে সিএনজি নিয়ে পালিয়ে যায়। রাত ১১টা পর্যন্ত সোনা মিয়া বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে ভেড়ামারা থানায় একটি জিডি করা হয়।
পরে রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা কুষ্টিয়া শহরের থানা পাড়া থেকে ছিনতাইকৃত সিএনজিসহ সামিউল ইসলাম সবুজ ও সাদ্দাম হোসেন নামের দুই ছিনতাইকারীকে আটক করে র্যাব।
আটককৃতরা জিজ্ঞাসাবাদে সোনা মিয়াকে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী র্যাব সদস্যরা ভেড়ামারা থানা পুলিশের সহোযোগিতায় আজ ভোর ৫টার দিকে সোনা মিয়ার লাশ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত হাসান ও শামীম নামে আরো ২ জনকে আটক করে।
আটককৃতদের বাড়ি মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে। নিহত সোনা মিয়া ভেড়ামারা উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।