bd
কুষ্টিয়ার ভেড়ামারায় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের টেন্ডার এ মাসেই আহ্বান করা হবে… আর পুরো প্রক্রিয়া চূড়ান্ত হবে জুলাই মাসে।
আজ বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন এ তথ্য । তিনি বলেন, সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবেই নতুন এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে । জানা গেছে, গ্যাস সংকটের কারণে ডুয়েল ফুয়েল ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে এ বিদ্যুৎ কেন্দ্রে । ব্রিফিং-এ আসন্ন গ্রীস্ম মৌসুমের লোডশেডিং,সেচের বিদ্যুৎ নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রী ।
প্রতিমন্ত্রী এনামুল হক জানিয়েছেন… রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কৃষককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার। সেচ সুবিধা নিশ্চিত করতে শহরবাসীকে লোডশেডিং-এর কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে।
উপদেষ্টা জানিয়েছেন, লোডশেডিং যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে । তবে উৎপাদনের তুলনায় চাহিদা অনেক বেশী থাকায় লোডশেডিং যে হবেই তা নিশ্চিত । সেসময় ভারত-বাংলাদেশ বিদ্যুৎ সংযোগ স্থাপন নিয়ে দু’দেশের বিদ্যুৎ সচিব পর্যায়ের আগামীকালের বৈঠক নিয়েও কথা হয় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।