চেয়ে দেখ ঐ যে! সহস্র মানবতার মুখ অভুক্ত; এ কেমন নরপিশাচ! রইলি সদা স্বীয় স্বার্থাসক্ত। জীবন ঝড়ঝাপটায়, ওরা আজ বড় ক্লান্ত; বাঁচার যুদ্ধে, ওদের জীবন প্রায় প্রাণান্ত। ভোগ বিলাসে অন্ধ হয়ে, হলি কেন আজ অমানুষ; স্বার্থাঘাতে বিষাক্ত নাগের মতো কেন করিস ফোঁস! খুন করিস মানবতা, হে নীচ! মানুষকে করিস পণ্য! রক্ত চোখে, চেপে ধরিস টুঁটি-, দূর করিস স্বীয় দৈন্য! জ্ঞান, বুদ্ধি, বিবেক আর মানবতা সব’ই করলি পসরা! দেবতাকে বানালি পাপিষ্ঠ,বাসের অযোগ্য করলি ধরা! —————–
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।