আমাদের কথা খুঁজে নিন

   

মাহফুজুর রহমান দুঃখিত ও ক্ষমা প্রার্থী

মাহফুজুর রহমান দুঃখিত ও ক্ষমা প্রার্থী সাংবাদিক মেহেরুন রুনি সম্পর্কে লন্ডনে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশ করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি নিজের বক্তব্যকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে বলেছেন, ‘আমি ইতিপূর্বে ওই মন্তব্য প্রত্যাহার করেছি।’ আজ সোমবার এক বিবৃতিতে মাহফুজুর রহমান এ কথা বলেন। সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে অশালীন মন্তব্য করায় সংবাদকর্মীদের চলমান আন্দোলনের মুখে তিনি এ বিবৃতি দিলেন। এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, ‘আমি এবং এটিএন বাংলা পরিবারের সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সব গুজব, সন্দেহ ও বিতর্কের অবসান ঘটানো হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। মাহফুজুর রহমান তাঁর মন্তব্যের বিরুদ্ধে সাংবাদিকেরা যে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন তা শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, ‘সাংবাদিক নেতারা ও সাংবাদিক সমাজের অনুভূতি এবং তাঁদের মর্যাদার ওপর আমার মন্তব্য যে ক্ষোভের সৃষ্টি করেছে, সে জন্যে আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী।’ বিজ্ঞপ্তি  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.