এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। আজ র্যাবের তদন্ত টিম রাজধানীর কাওরান বাজারে অবস্থিত এটিএন বাংলার কার্যালয়ে হাজির হয়ে মাহফুজুর রহমানকে প্রায় ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ করেছেন। সাগর-রুনি হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ সম্পর্কে জানতে চেয়েছেন তারা। এসময় মাহফুজুর রহমান কিছু ভিডিও ফুটেজ সরবরাহ করেন র্যাবের কাছে। তবে সরবরাহ করা ওইসব ভিডিও ফুটেজে কি আছে সে সম্পর্কে মুখ খোলেননি র্যাবের তদন্ত টিম।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল মানবজমিন অনলাইনকে বলেন, সম্প্রতি দেশের বাইরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান যে বক্তব্য দিয়েছিলেন, সে সম্পর্কে জানতে র্যাবের তদন্ত দল তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন। তিনি যেসব ক্যাসেট ও ভিডিও ফুটেজের কথা বলেছেন তা নিয়েছি। তিনি বলেন, এটি তদন্তের অংশ। এর আগে হত্যাকাণ্ডস্থল ও সাগর সরওয়ারের কর্মস্থল মাছরাঙ্গা টেলিভিশন কার্যালয়েও গিয়েছিলাম। আমরা রহস্যের গভীরে প্রবেশের চেষ্টা করছি।
তদন্ত প্রতিবেদন সম্পন্ন হলেই সবকিছু জানা যাবে। র্যাব জানায়, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত র্যাবের ইনভেস্টিগেশন উইংয়ের পরিচালক ও এডিশনাল ডিআইজি রওশন আরা, লিগ্যাল এণ্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল ও তদন্ত কর্মকর্তা এএসপি জাফর উল্লাহ এটিএন বাংলার কার্যালয়ে অবস্থান করেন। তারা সাংবাদিক মেহেরুন রুনির ব্যবহৃত কম্পিউটার ও ডেস্ক খুঁজে দেখেন। তার বিভিন্ন অ্যাসাইনমেন্টের তালিকাও সংগ্রহ করেন র্যাব কর্মকর্তারা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।