এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ক্ষমতার উৎস শেরেবাংলা নগরের লেকের পাড়ে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী।
সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী প্রফুল্ল রজ্জন সিংহের জেরার কার্যক্রম শেষে আসামির কাঠগড়া থেকে নামার সময় এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিশেষ কারণে বিশেষ ব্যক্তিকে প্রটেকশন দেয়ার জন্যই মাহফুজুর রহমান লন্ডনে বসে সাগর-রুনী হত্যা সম্পর্কে এসব মন্তব্য করেছেন।
ব্যারিস্টার ফখরুল ইসলাম সাকার উদ্ধৃতি দিয়ে এসব কথা বলেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, দীর্ঘদিন পরে দেশের স্বার্থে না হলেও সাংবাদিকরা তাদের নিজেদের স্বার্থে আন্দোলনে নেমেছে।
এজন্য তিনি সাংবাদিকদের অভিনন্দন জানান।
হাইকোর্টের একজন বিচারপতি জাতীয় সংসদের স্পিকারের বিরুদ্ধে মন্তব্যকে সংবিধান লংঘন হিসেবে উল্লেখ করে সাকা চৌধুরী বলেন, সংবিধান প্রণয়ন করে সংসদ। আর সংবিধান লংঘন করে বিচারপতি। হাইকোর্ট ও সংসদ বর্তমানে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।
বাংলাদেশের সমুদ্রসীমায় মার্কিন সপ্তম নৌবহর আগমনকে দেশের জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে উল্লেখ করে সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, এটা সরকারের ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে।
চট্টগ্রামের সন্তান হিসেবে খুবই গর্ববোধ করছি। কারণ মার্কিন নৌবহর বাংলাদেশের সমুদ্রসীমায় এলে দেশের রেমিটেন্স বাড়লে সবার আগে চট্টগ্রামের অর্থনৈতিক শক্তি বাড়বে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।