আলো অন্ধকারে যাই... এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সাংবাদিকদের সংগঠনগুলো। গতকাল সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ আজ সোমবার প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ও তাকে গ্রেফতারের দাবী জানানো হয়েছে। একই সঙ্গে এটিএন বাংলা ও এটিএন নিউজের টক শোসহ সব অনুষ্ঠান বর্জনের জন্যও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (উভয় অংশ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) যৌথভাবে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকেরা। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি ছিল। কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে দুপুর পৌনে ১২টার দিকে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার এবং তাঁর মালিকানাধীন দুটি চ্যানেলের সাংবাদিকদের মালিকের দোসর আখ্যা দিয়ে বক্তব্য দেওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা জাহাঙ্গীর আলম প্রধানকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এটিএন বাংলার নয় সংবাদকর্মীসহ মোট ১০ জনকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। গতকালের ঘটনার ভিডিও ফুটেজ ও পত্রিকায় প্রকাশিত ছবি থেকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।